প্রেমিকাকে কবে বিয়ে করছেন অর্জুন রামপাল
বলিউড অভিনেতা অর্জুন রামপাল সম্প্রতি মুক্তি পাওয়া ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছেন। এ সাফল্যের মধ্যেই এবার সম্পর্কের জল্পনা খোলাসা করলেন তিনি। ছয় বছর ধরে পোশাকশিল্পী গ্যাব্রিয়েলা ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কে রয়েছেন অর্জুন রামপাল। বিয়ে কিংবা বাগদান নিয়ে অবশেষে মুখ খুললেন তারা। সম্প্রতি রিয়া চক্রবর্তীর পডকাস্টে উপস্থিত হয়েছিলেন অর্জুন রামপাল ও তার প্রেমিকা গ্যাব্রিয়েলা। সেখানেই সম্পর্কের নানা সমীকরণ নিয়ে কথা বলেন তারা।
বিয়ের প্রসঙ্গ উঠতেই গ্যাব্রিয়েলা বলেন, আমরা এখনো বিবাহিত নই। কিন্তু কে-ই বা বলতে পারে ভবিষ্যতে কী হতে পারে? সঙ্গে সঙ্গে অর্জুন রিয়াকে বলেন, আমাদের বাগদান হয়ে গেছে। তোমার অনুষ্ঠানেই প্রথম বললাম এ কথাটি।
গ্যাব্রিয়েলার ডিমিট্রিয়েডসের সঙ্গে সম্পর্কের আগে মডেল মেহর জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন রামপাল। ১৯৯৮ থেকে ২০১৯ পর্যন্ত তারা বিবাহিত ছিলেন। তাদের ঘরে দুই সন্তানও রয়েছে— মাহিকা রামপাল ও মাইরা রামপাল। ২০১৯ সাল থেকেই গ্যাব্রিয়েলার সঙ্গে অর্জুনের সম্পর্ক। তারও দুই সন্তান রয়েছে— অরিক ও অরিভ।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ সিনেমায় আইএসআই আধিকারিকের চরিত্রে ‘দানবিক অত্যাচার’ করতে দেখা যায় অর্জুন রামপালকে। এ সিনেমার দ্বিতীয় পর্বে নাকি আরও ভয়ঙ্কর রূপে দেখা যাবে তাকে। এর আগেও নেতিবাচক চরিত্রে দেখা গেছে অর্জুনকে।
২০০৭ সালে মুক্তি পায় ‘ওম শান্তি ওম’। শাহরুখ খানের বিপরীতে সেই সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সেই সিনেমায় খলনায়কের চরিত্রে দেখা যায় অর্জুনকে। অভিনেতার নেতিবাচক চরিত্রের কথা বললে বাদ দেওয়া যায় না ‘রা ওয়ান’কে। গোটা সিনেমাজুড়ে নায়কের সঙ্গে সমানে টক্কর দিয়েছেন তিনি, কখনো হয়তো খানিক এগিয়েও থেকেছেন।

